পুরুলিয়া: পুরুলিয়ার রঘুনাথপুরের ২ নং ব্লকের নীলডি পঞ্চায়েতের পাবড়া গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হলো এক।গৃহবধূর।
পুলিশ সূত্রে জানা যায় মৃতার নাম মিঠু বাউরি (৩২) l সন্ধ্যায় মাঠে শৌচকার্য করতে গিয়ে ঘটে এই ঘটনাটি।গ্রামবাসীরা তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন।
Info by : Shantanu Das (stringer)