আন্তঃজেলায় বাস পরিষেবা সহ একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর, এক নজরে দেখে নিন।
বিশাল পান্ডে,নিউজ ফ্লাশ পুরুলিয়া ডেস্ক: আজ নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর পাশাপাশি একাধিক পরিষেবার চালু করার ঘোষণা করেন। তিনি বলেন ২১ মে থেকে রাজ্যে খোলা যাবে সেলুন ও বিউটি পার্লার। তবে সমস্ত জায়গাতেই স্বাস্থ্যবিধি মানতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। একজনের ব্যবহারের জিনিস অন্য কারো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। সেলুনে ব্যবহার করা যন্ত্রপাতিকে একজনের উপরে ব্যবহার করার পর স্যানিটাইজ করতে হবে।
একইসঙ্গে ২১ মে থেকে সব বড় দোকান খোলা যাবে। রেস্টুরেন্ট না খুললেও হোটেল খোলা যেতে পারে। এবং ২১ তারিখ থেকেই আন্তঃজেলা বাস পরিষেবা চলবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি ২৭ মে থেকে খোলা হবে হকার্স মার্কেট এবং সেদিন থেকেই অটো চালু করা হবে। তবে একটি অটোতে দুজনের বেশি বসা যাবে না। এছাড়াও যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য ১৫ জনের বেশি জমায়েত করা যাবে না।