করোনা: পুরুলিয়ায় ক্রমশ হোম কোয়ারেন্টাইনে সংখ্যা বেড়ে ২৩৮০৩,স্যাম্পল টেস্ট ৪৪৬১
বিশাল পান্ডে,পুরুলিয়া: আজ পুরুলিয়ায় আইসোলেশন ওয়ার্ড থেকে ৩ জনকে ছাড়া হয়েছে। আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে মোট সংখ্যা ৫ জন। এরই সঙ্গে পুরুলিয়ায় কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিতে নতুন করে ৩৯ জনকে রাখা হয়েছে। আজ কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিতে সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ২৬২ জন।
এছাড়াও দিনের পর দিন ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক ও মানুষ ফিরে আসায় পুরুলিয়ায় ক্রমশ বেড়েই চলেছে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা। পুরুলিয়ায় হোম কোয়ারেন্টাইনে নতুন করে ২৫২৬ জনকে রাখা হয়েছে। পুরুলিয়ায় হোম কোয়ারেন্টাইনে আপাতত ২৩৮০৩ জন আছেন। আজ ২৬৯ টি স্যাম্পল টেস্টের জন্য পাঠানো হয়েছে। এই নিয়ে মোট ৪৪৬১ টি স্যাম্পল টেস্ট করার জন্য পাঠানো হয়েছে। তবে আজ পর্যন্ত পুরুলিয়া জেলায় করোনা ভাইরাসের কোনো পজেটিভ কেস নেই।

