জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে পুরুলিয়ায় শুভেন্দু,দেখা গেল না তৃণমূলের জেলা নেতৃত্বকে
পুরুলিয়া: পুরুলিয়া শহরের সরকার পাড়ায় জগদ্ধাত্রী পূজোর উদ্বোধন করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।যে পুজো এবার অষ্টম বর্ষে পদার্পণ করল।এদিন পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী ছৌ-নাচ সহ একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে পুজোর শুভ উদ্বোধন করেন।
তবে এদিনের এই পুজোর উদ্বোধনে জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দদের মধ্যে সেরমভাবে কাউকে দেখা যায়নি।পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবলমাত্র আমরা দাদার অনুগামীর সদস্যবৃন্দরা।
এদিন শুভেন্দু অধিকারী পুজোর উদ্বোধন করে সেখানে উপস্থিত থাকা দর্শনার্থীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন,”করোনাভাইরাস আবহে এবারের পুজোয় সমস্ত রকম বিধিনিষেধ মেনে পুজো ভালোভাবে কাটানোর।পাশাপাশি এদিন তিনি ভগবানের কাছে সকলকে প্রার্থনা করার আবেদন করলেন এই বিশ্ব যেন করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে অন্ধকার থেকে আলোতে ফিরে আসে।”