পুরুলিয়ায় শ্রমিকদের কাজের জন্য জেলা প্রশাসনের তরফে শুরু অনলাইন পোর্টাল ‘বিশ্বকর্মা।’
বিশাল পান্ডে,পুরুলিয়া: লকডাউনের জন্য কাজ হারিয়েছেন জেলার বিভিন্ন শ্রমিক। এবার তাদের কাজের সুযোগ করে দিতে জেলা প্রশাসনের তরফ শুরু করা হল অনলাইন পোর্টাল ‘বিশ্বকর্মা।’ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলিকে সারা জেলায় রুপান্তরিত করতে তিনটি পুস্তক প্রকাশ করল পুরুলিয়া জেলা প্রশাসন পুরুলিয়া। আজ পুরুলিয়া সার্কিট হাউসে একটি সাংবাদিক সম্মেলনে জেলা শাষক রাহুল মজুমদার, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ দপ্তরের মন্ত্রী শান্তিরাম মাহাত এবং জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়, সহ তিন মহকুমা শাষক,জেলার সমস্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক ও বিভিন্ন দপ্তরের কর্মীদের নিয়ে এই বই প্রকাশ অনুষ্ঠানটি হয়।
মূলত মাটির মাটির সৃষ্টি প্রকল্পের মাধ্যমে জেলার মানুষকে কাজে যুক্ত করে জেলায় স্থায়ী সম্পদ সৃষ্টি করার লক্ষমাত্রা রয়েছে জেলা প্রশাসনের। পাশাপাশি খাদ্য সাথী প্রকল্প সঠিক ভাবে যাতে জেলার সমস্ত মানুষের কাছে পৌছে যায় সে ব্যপারে একটি পুস্তিকা প্রকাশ করা হয়। এছাড়া জেলায় ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের কাজের তালিকা তৈরী করে তাদেরকে কাজের সাথে যুক্ত করার একটি পরিকল্পনা গ্রহন করা হয়।
জেলা প্রশাসনের তরফে জারি ‘বিশ্বকর্মা’ অনলাইন পোর্টালের লিঙ্ক:- http://www.vishwakarma.puruliya.in