পুরুলিয়া জেলায় নতুন করে করোনা আক্রান্ত আরও ৪৮, সুস্থ হয়েছেন ৩৯৬৩ জন।
বিশাল পান্ডে,পুরুলিয়া: পুরুলিয়া জেলায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৪৬৯৪ জন। গতকাল নতুন করে করোনা আক্রান্ত ৪৮ জন। জেলা প্রশাসন বুলেটিন অনুযায়ী আজ পুরুলিয়া জেলায় আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে ১৬ জন আছেন।
গতকাল ১৪৫২ টি স্যাম্পল সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মোট ১৩২১২৪ টি স্যাম্পল টেস্ট করার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে এখন পর্যন্ত ৪৬৯৪ জনের টেস্টের রেজাল্ট পজিটিভ। পুরুলিয়া জেলায় এখন পর্যন্ত মোট ৩৯৬৩ জন করোনা থেকে আরোগ্যলাভ করেছেন বা ডিসচার্জ করে দেওয়া হয়েছে। বর্তমানে জেলায় অ্যাক্টিভ কেস ৭০৬ টি। পুরুলিয়া জেলায় সুস্থতার হার ৮৪.৪৩%।
পুরুলিয়া জেলায় মোট সক্রিয় কনটেনমেন্ট জোনের সংখ্যা ৪৫৬ টি। জেলা প্রশাসন বুলেটিন অনুযায়ী পুরুলিয়া জেলায় করোনা ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে ২৫ জনের।
